কবিতাঃ- বিশ্বকর্মার আসতে লেট
✍️ মনোজ ভৌমিক


দিন দু’বেলাই গল্প শুনি
মোড় ভাঙা ওই রাস্তাতে,
লক্ষ বেকার চাকরি পাবে
শিল্প হবে এই আস্থাতে।


নেট দুনিয়ায় খবর আসে
শালবনিটাও সাজছে খুব,
নন্দীগ্রাম আর সিঙ্গুরটা
এখন দেখি ভীষণ চুপ!


ভাতাগুলোও নিত্য নতুন
নানান রকম নিচ্ছে রূপ!
পরিযায়ী কার্ডের হিড়িক
লাইন দিয়ে খাচ্ছে সুপ।


ভয় পেয়োনা,ভয় পেয়োনা
শিল্পায়ণের দারুণ ঝোক,
চাকরি তোমার হবেই হবে
বিশ্বকর্মার চাঁদায় হোক।


ব্যবসা করা বড্ড সহজ
একটু যদি নজর দাও,
ইন্ধন তোমার চারিপাশে
সময়টা হেলায় হারাও।


স্বল্প খরচে ঘুগনি মুড়ি
চা বিস্কুট দিয়েই শুরু,
ডিগ্রী ফিগ্রী যাকনা চুলোয়
কোটি টাকা কামিও গুরু।


তিথি নক্ষত্র সময় মেনে
বিশ্বকর্মার আসতে লেট,
ডাক এসেছে উন্নয়নের
খুলল বলে নতুন গেট।