ক্ষোভে অভিমানে দগ্ধ হয়ে সেদিন,
কবি দিয়েছিল কবিতা তোমায় ছুটি;
নিরন্ন দেশে তবুতো কাব্য জাগে,
উপেক্ষা করে জঠরের ও ভ্রুকুটি।


কবিতা আমার প্রতিবাদ পদে পদে,
জন অরণ্য, মিছিলিতে ভেসে যাওয়া,
কবিতা আজকে প্রতিরোধ হাতিয়ারও;
গদ্যে-ছন্দে তুলে ধরা দাবী দাওয়া।


কবিতা এখনো ঝলসানো পোড়া রুটি,
টগবগে ফোঁটা হাড়িতে দুমুঠো ভাত,
কবিতা পাথর, ক্ষরায় শুকনো ক্ষেত,
কবিতা বেকার ফসলশূন্য হাত।


কবিতা জীবন, তাই নেই তার ছুটি,
কবিতা জোছনা, তেপান্তরের নেশা;
ফল্গু ধারা সে, বয়ে চলা অমৃত,
প্রতিবাদী এক ভবিষ্যৎ জিজ্ঞাসা।