মুক্ত ছিলাম পাখির মতো
ঝোপ-জঙ্গলে বনে-বাদাড়ে,
সকাল-সাঁঝে ঢের ঘুরেছি
গান গেয়েছি এক নাগাড়ে।।


যখন খুশি এ গ্রাম ছেড়ে
উড়ে যেতাম আরেক গ্রামে,
সবদিকই যে মুক্ত আমার
নেইতো বাঁধা ডাইনে-বামে।।


কিন্তু হটাৎ ভাগ্য আমার
"বাস্তবতা"দিলো চুরে,
হায়রে প্রাণের মুক্ত আকাশ
হারিয়ে গেলো যোজন দূরে!


হারিয়ে গেলো দূর-সুদূরে
আমার আগের অসীম জগত,
এখন কি এই বদ্ধ খাঁচায়
করতে হবে আমায় বসত??