যদি আমি ভেসে যায় শ্রাবনের কোন এক বর্ষায়
যেমন ভাসে কৃষকের ধান-ক্ষেতে অসহায় কষ্টে,
যখন নির্বোধের মত কাক শালিকেরা মুখ গুজে অন্তরালে ,
যখন সবুজ পাতা গুলো মরমর শব্দে ভেসে যায়,
যখন হাসঁ কিংবা অসহায় মুরগ গুলো জলের ধারায় পাখা মেলে,
সবুজ প্রকৃতি ডুবে গেছে শ্রাবণ জলের আবরণে-
তখন আমারে যদি না পাও সেই শিমুল তলায় খুঁজে,
আর যদি বাঁশি না বাজে তোমার সেই সোনার পল্লীতে।


তাহলে ধরে নিও! মৃত্যু কেবল দোয়ারপাড় হয়ে আসিতেছে,
হয়তো সেদিন গাঙচিলেরা অধবা মাধবীলতারা জেগে উঠবে না,
একদিন সবই ছিন্ন হবে এই বাংলা এই পল্লী এই মাতৃভূমি,
কত শব্দ কানে বাজে চড়ুই পাখি আর ডাহুকের ডাক ;-
জানিনা আসবে কবে সে, জলধারায় ভাসিয়ে নিয়ে যাবে
তবে তখন কিন্তু তোমার দর্শন চাইবো! দেখবো তোমায় প্রাণভরে,
তমাল তমসায় ভাঁসিয়ে নিয়ে যাও তোমার প্রেম নগরীতে।