আমি কখনো ভাবতে পারিনি এমন দৃশ্যের সম্মুখীন হতে হবে আমাকে ।
আমি বুঝতে পারিনি এখানে এসে আমাকে দাড়াঁতে হবে ।
দেখতে হবে কয়েকটা পুশুর অত্যাচার
আর শুনতে হবে কারো বাঁচিবার আর্তনাদ ।
আমাকে এখনো কাঁদায় ,এখনো ঘুমাতে পারি না ।
সেই বিশ্বজিৎ আমাকে হাতছানি দিয়ে ডাকে ।
আর বলে আমার কি দোষ ছিল
কোন অপরাধে আমি অপরাধী ।
আমি আতঙ্কে ঘুম থেকে উঠি,
তার রক্ত গুলো টগ-বগ করে আমার চোখের সামনে ।
কিন্তু সেতো আর নেই ,সে ঘুমিয়ে পড়েছে ।
আর আজ সেই পুশুগুলো বেঁচে রয়েছে ।
রাজ সরকারের কোন ধরা-ছুঁয়া নেই,
পুশু গুলো যে তার আপন ।
তাই তিনি বিশ্বজিতের বিচারকে করেছে গোপন ।
আর সেই পুশু গুলোকে করেছে চির আপন ।
আমি দেখতে চাই না এমন রক্তমাখা বাংলাকে ।
আমি দেখতে চাই না কোন স্বার্থবাজী রাজাকে ।
আমি চাই বিশ্বজিৎ খুনের বিচার
যেখানে থাকবেনা কোন অবিচার ।
চিরতরে মুছে যাক এই বাংলা থেকে অনাচার
আমি চাই শুধু বিশ্বজিৎ খুনের বিচার ।


 বিশ্বজিৎ খুনের কয়েক দিন পর রচনা ।