নির্বাক
দুঃখী জাহিদ
রাস্তার যে পাগলটা শুয়ে আছে ময়লা আবর্জনার সাথে,
যে ভিখারী ভিক্ষা না পেয়ে চলে গেছে কোন অচিন পথে,
যে কাজের মেয়েটা প্রতিদিন এসে রান্না করে দিয়ে যায়,
যে এতিম ছেলটা মা বাবা হারিয়ে নির্বাক হয়ে গিয়েছে,
আজ অব্দি যে সন্তান তার পিতা মাতার পরিচয় পাইনি,
কোন আগন্তুকের আশায় যে পতিতা সারা রাত নিশি বসে থাকে,
পরীক্ষার ফি দিতে না পেরে যে ছেলেটার পড়াশুনা বন্ধ হয়ে গিয়েছে,
আর্তনাদ আর্তনাদ কেবলই হাহাকার হয়ে মিশে যায়,
এই পৃথিবীর ময়লা দুর্গন্ধময় আকাশের সাথে।