আমরা কেমন মানুষ
দুঃখী জাহিদ
মাঝে মাঝে মনে হয় এইসব কোলাহল ছেড়ে বন্য পশুদের সাথে গিয়ে বাস করি।
কেন মনে হয় জানেন?
মনে হয় এই সমাজের মানুষ গুলোর চাইতে বন্য পশু গুলো অনেক ভাল হবে।
আমরা কেমন মানুষ অর্থের লোভে পড়ে নিজ পিতাকে হত্যা করি।
এইতো কয়েকদিন আগে আমার পাশের গ্রামে তিন ছেলে মিলে বাবাকে হত্যা করেছে।
আমরা কেমন মানুষ কাম পিপাসা মিটানোর জন্য ধর্ষণ করি আপন বোনকে।
এইতো কয়েকদিন আগে গাজীপুরে পাঁচ বছরের শিশুর ধর্ষিত লাশ পড়ে রয়েছে মাঠে।
যে পিতা মাতা নিজের সুখ ত্যাগ করে আমার সুখের চিন্তা করেছে ...
আমরা কিভাবে তাদের ছেড়ে ঘর বাঁধি কোন এক রমনীর ছলনায় পড়ে।
আমারা কেমন সন্তান যে বাবা মা আগলে রেখেছে নিজের বুকের মাঝে...
আমরা তাদের রেখে এসেছি কোন বৃদ্ধাআশ্রমে।
হে প্রভু আমাদের ক্ষমা কর ...
আমারা ভাই হয়ে হয়েছি ধর্ষক, সন্তান হয়ে হয়েছি নর পিচাশ ...
আমাদের তুমি ক্ষমা কর ......