হিন্দু কি মুসলিম
দুঃখী জাহিদ
আমি আকাশ কে প্রশ্ন করলাম,  
তুমি হিন্দু নাকি মুসলিম?
আকাশ অপলক দৃশ্যের সৃষ্টি করল
কোন জবাব দিল না।
আমি বাতাস কে বললাম হে বাতাস
তোমার ধর্মের নাম কি?
বাতাস আমার দেহে শিহরণ সৃষ্টি করে
মুচকী হাসি দিল।
আমি শিশির বিন্দুকে জিজ্ঞেস করলাম
তোমার কি কোন জাত আছে?
সূর্যের আগমনে শিশির আমাকে
কোনকিছু না বলেই চলে গেল।
আমি প্রত্যেকটা ঋতুকে বললাম
তোমাদের মধ্যে কি হিন্দু মুসলিম আছে।
ঋতু গুলো ফিরেও তাকালো না
একবার আমার দিকে।
তবে কেন এই মানব সাজে ধর্মের দোহাই
আমরা কি প্রকৃতির বাহিরে।