পূজা করিস তুই কারে
দুঃখী জাহিদ
পূজা করিস তুই কারে,
মাটির পুতুল বানেয়েছি এবার খুব নড়বরে
সৃষ্টি করিয়া পূজিস যারে সেতো দেবতা নয়
সেই দেবতা ,জানিস নারে,অন্তরে সে রয় ।
পূজা করিস তুই কারে,
মাটির পুতুল লইয়া খেলা, আর করিস নারে
পাগলা ,এবার থেমে দাঁরা, বেলা প্রায় শেষ
বোকার মত চলছিস কেন , নাই কি তর রেশ ।
পূজা করিস তুই কারে,
ঈশ্বর তর চোখে মুখে কেন ফিরিস অন্য দ্বারে
আয় বাবা বুকে,কলিজার ভিতর চেয়ে দেখ
সেকি তর ভগবান নয় ,মনে পড়ে সেই রেক ।
পূজা করিস তুই কারে,
মেপা ঠাকুরের ,পেট কি ঠ্যাং,গিয়েছে শশ্মানের পাড়ে
আমি বলি থাম,পিছন ফিরে তাকা একটু
ঈশ্বর তর পিছন লয়ে ডাকছে যে বাড়েবাড়ে ।