এ চাহনি আর কিছু নয়,
কেবল তোমাকে দেখার তরেই,
তোমাকে দেখবো বলেই-
জেগে আছি অতন্দ্র প্রহরী হয়ে,
চেয়ে আছি পথিক হয়ে পথের সীমানায়
কালিমা রাখবো না!
তোমার তরে সকলই বিসর্জন।


এ পথচলা আর কিছু নয়,
কেবল তোমার কাছে যাওয়া,
তোমার ওখানে যাবো-
তোমাকে ভালবাসার গীত শুনাবো,
তোমার চারপাশে আমার হৃদযন্ত্রের বাঁশি বাঁজাবো,
আর চিৎকার করে বলবো ;
ভালবাসি ভালবাসি শুধু তোমাকে।


এ ভ্রমণ আর কিছু নয়,
কেবল তোমাকে পাওয়ার তরেই,
আমার ভিতরে তুমি ছাড়া -
যা আছে সব ছাড়খার হোক,
তুমি ক্ষত মুছে নিয়ে বুকে জড়াবে-
আদরে কাছে ডাকবে,
আমার জীবনের সকল আঁধার
মুছে দিয়ে আলো আনবে।