আমি আজ এক অর্থহীন প্রাণ,
যার হাতের রেখায় নেই সোনালি ভাগ্য।
যার পকেটে শূন্যতার নিশ্বাস বয়ে চলে,
সে কি কারও ভালোবাসার যোগ্য?
আমি কি কেবলই এক শূন্য মুদ্রা,
যার দামে আজ সম্পর্ক ঝরে ।
যার নিঃশ্বাস ফুরোয় ধীরে ধীরে,
অর্থের কফিনে শবদেহ পড়ে।
আয়নার মুখে ছায়াহীন আমি,
নিজেকেই যেন অচেনা লাগে।
নোটবুকের পাতায় ধুলোর আস্তরণ,
তারাও কেমন যেন উপহাস করে।
নাম ধরে ডাকার মানুষ কমে গেছে,
বাবা তাকিয়ে থাকে, দৃষ্টি ঝাপসা হয়ে যায়।
দরজায় আজ আমার পায়ের শব্দ ফিকে,
অর্থহীন হলে নামটাও বোধহয় মুছে যায়।
মায়ের চোখেও দেখি অদৃশ্য বেদনা,
যেন আমি এক অপরাধী, নিঃস্ব সন্তান।
অর্থ ছাড়া মুখের শব্দও বোবা হয়ে যায়,
কানে আসে শুধু নীরব নোটিফিকেশন।
প্রিয়তমার চোখেও এক অচেনা দূরত্ব,
নেই আগের মতো আকুলতা আর।
ভালোবাসা কি শুধু সংখ্যার খেলা?
নাকি শুধুই হিসেবের জটিল ভার।
একদিন এ আঁধার কেটে ভোর হবে,
ভোরের আলো দেবে নতুন দৃশ্যপট।
হারানো নাম ফিরবে নতুন সুরে,
স্বর্নলিপিতে লেখা হবে নতুন কাব্য রথ।
-------