চলো না হারিয়ে যাই একদিন,
যেখানে ব্যস্ততা খুঁজে না পায়।
সবার সাথে—হাসির বাঁধনে,
চলো ঘুরে আসি মেঘেদের গাঁয়।

ভোরের আলো চোখে নিয়ে,
রওনা হলাম পথের টানে।
স্বপ্নে আঁকা ঝরনা পাহাড়,
ডাকে আমাদের মনে প্রাণে।

ব্যাগে ভরা হালকা হাওয়া,
কাঁধে রেখেছি স্বপ্নের ভার।
বন্ধু বলে—"চল তো ভাই,
জীবন মানেই এই তো আর।"

চা—এ চুমুক,ঠোঁটে গোল্ড ফ্লেক,
গল্পে বাজে হাসির ঢেউ।
মনের চোখে খেলে আলো—
ভুলে যাই সব বেদনার ঢেউ।

জঙ্গলের মাঝে সবুজ ধোঁয়া,
কাঁচা পথের লাল ধুলো।
নিত্য যন্ত্রণার বন্দি জীবন,
অবশেষে যেন মুক্তি পেলো।

পাহাড় যখন সামনে এল,
নিঃশ্বাস নেওয়া গেলো থেমে।
ক্লান্ত মনের এই আকাশে—
অঝোর বর্ষা এলো নেমে।

জীবন মানেই চলার গান,
থেমে থাকলেই যায় ক্ষয়ে।
সবাই পৌঁছাবে শেষ ঠিকানায়,
কেউ থাকবে না একলা রয়ে।

পাহাড় নেমে ফিরি শহরে,
ব্যস্ত স্রোতে বাঁধা পড়ি।
তবু মাঝে মাঝে মনটা হাঁটে,
চলো পাহাড়ি চড়াই আবার ধরি।

চলো আবার ছুঁই মেঘের ছায়া,
শাল পলাশের নিচে কাটাই প্রহর।
মন উদাসের সেই পাহাড়ি পথ,
যেখানে ঝরনা নামে বুকের ভেতর।

বন্ধুরা সব থাকুক পাশে,
জীবন যতই যাক বদলে—
এই সফরই বলবে একদিন,
"ভালোবাসা থাকলে সবই মেলে।"

                --------