আজ বছর দশেক পর ফিরে এলাম,
পুরনো পাহাড় আর পুরোনো চেনা রাস্তায়।
যেখানে লাল মাটির ধুলোয় পা ডুবত,
শাল মহুলের গন্ধ থাকত শৈশবের মায়ায়।

আজ পাহাড় দাঁড়িয়ে নিঃসঙ্গ রুগ্ন বৃদ্ধের মতো,
ঝরা পাতারা বিছিয়ে রেখেছে মৃত কফিনের চাদর।
পলাশের আগুন নিভে গেছে অনেক আগেই,
এখন আর কেউ করে না বসন্তের কদর।

দখিনা বাতাসও বুড়ো হয়ে গেছে,
অসহায়, ক্লান্ত, একা একা বয়ে যায় বার বার।
হারানো ব্যথায় বিষন্ন বিকেলের আকাশ,
শুধুই অপেক্ষা, তবু মন বলে "দেখা হবে আবার"।

অন্ধকারে দাঁড়িয়ে দেখি চাঁদও আজ বিষন্ন,
আলো নেই, নেই সেই সোনালী উজ্জ্বলতা।
নদীটি শুকিয়ে গেছে, বালির বুকে ফাটল,
আর জলহীন ঢেউগুলো হারিয়েছে তার ক্ষমতা।

ঝর্ণার গান থমকে গেছে সময়ের স্রোতে,
বুনো পাখিদের দল ডাক পায়না আর ।
স্মৃতির শহরে, অলস বিকালে, কেউ নাম ধরে ডাকে,
জংলি পথগুলো, মেঠো সুরে বলে -"ফিরে এসো আবার"।



---