সময়টা বুঝি রুষ্ট আজ,
জংলি পাতারা, চুপিসারে ঝরে গেলো বেখেয়ালে।
সময় স্রোতে তাল মিলিয়েছে শিমুল -পলাশ,
শুকনো পাতার বেদনা রেখে,
বয়ে যায় আমার বসন্ত।
সময় চলেছে তার খেয়ালেই অবিরাম,
শুধু পূর্ণতা পেলো না,
আমার গল্পের অসমাপ্ত কষ্ট।
ঢেউয়ের কোলাহল,
নদী বয়ে যায় যতক্ষণ
শুকিয়ে গেলে নদী,
বালিতে মুখ লুকায় তখন।
বসন্ত আসে, বসন্ত চলে যায়,
স্মৃতির রংগুলো শুধু ক্যানভাস বদলায়।
কখনো ধূসর, কখনো রঙিন,
কখনো সাদা কালোর বিষাদের বিলীন।
পাতারা ঝরে, নতুন কুঁড়িও ফোটে,
বাতাসও ভারি হয় হারিয়ে যাওয়া নোটে।
সময়ের অভিমান জানি!
তবু তাকে দোষ দিই না।
বসন্ত এভাবেই শেখায়,
পাতা ঝরে গেলে বৃক্ষ মরে না।