বয়স বাড়ছে ঠিকই কিন্তু আমাদের বেঁধে দেওয়া সময় ফুরিয়ে আসছে প্রতিনিয়ত!
জীবনের বেঁধে দেওয়া এই ছোট  সময়টাতে আমরা কতই না স্বপ্ন দেখছি।
কিন্তু এসবের সবকিছুই মিথ্যে! পৃথিবীর মোহে পড়ে আমরা আজ অন্ধ!


একটা সময় এসে মানুষ জীবনের অর্থ খুঁজে পায়!
সূর্যাস্ত গোধূলি বেলায় এসে মানুষ বুঝতে পারে, জীবনের অর্থ হচ্ছে “ক্রমশ মৃত্যুর” দিকে এগিয়ে যাওয়া!
এটাই চরম সত্য এবং বাস্তবতা!