জীবনের অধ্যায়ে মেঘ নেমে এলে
বৃষ্টির ফোঁটা কান্না হয়ে যায়;
মৃত্যু ঘটে-
প্রতিটি সাবলীল দিনের।।


অমাবস্যায় নিশাচর,জোছনায় রাতকানা হলে
স্বপ্নেরা কালো হয়ে যায়;
মৃত্যু ঘটে-
আকাঙ্ক্ষিত সুপ্ত বাসনার।।


কোথাও বোঝা হয়ে দম আটকে গেলে
ওজনটা পাহাড়সম হয়ে যায়;
মৃত্যু ঘটে-
বিশ্বস্ত দুটি চোখের।।


প্রিয়জন মিথ্যে হয়ে সিগারেট জমে গেলে আঙুলে
পুড়ে যায় এক ফুলেল বাগান;
মৃত্যু ঘটে-
লালচে দুটি ঠোঁটের।।


ভাইভায় ব্যর্থ হয়ে ফিউচার ফিকে হয়ে গেলে
পায়ে পায়ে শিকল পড়ে যায়;
মৃত্যু ঘটে-
তাকে দেওয়া প্রতিশ্রুতির।।


বন-বাঁদাড়ে মেয়েটির বসন ছিঁড়ে গেলে
রক্তের চোরাস্রোত বয়ে যায় বুকে;
মৃত্যু ঘটে-
এক স্বপ্নবিলাসী আত্মার।।


উজাড় করে বৃক্ষরাজি কারখানা গড়ে উঠলে
হাঁপানি ধরে যায় ধরিত্রীর প্রাণে;
মৃত্যু ঘটে-
তরতাজা হৃৎপিণ্ডের।।


জংলি ফুল তুলতে গিয়ে হন্যে হলে
কুৎসা রটে যায় চারিপাশে;
মৃত্যু ঘটে-
সৌন্দর্য আর নান্দনিকতার।।


তার সাথে হঠাৎ বাসে দেখা হয়ে গেলে
চোখে চোখ আটকে যায়;
মৃত্যু ঘটে-
যতসব সর্পিল মন খারাপ আর দুঃখের।।


বুলেটে বুলেটে ঝাঁঝরা হয়ে গেলে ফিলিস্তিনি হাসি
পিরানহাদের দাঁতে রক্তিম হাসি খেলে যায়;
মৃত্যু ঘটে-
মানবতা আর শান্তির দূত পায়রার।।


চেতনার টগবগে রক্তধারা থেমে গেলে
কেঁদে উঠে স্মৃতিসৌধের সাতটি স্তম্ভ;
মৃত্যু ঘটে-
একটি বিপ্লবের,উনিশশো একাত্তরের।।