আমার অন্তর রেখে যাই
তোমার প্রান্তরে।
ও আমার জন্মভূমির  কৃষ্ণচূড়ারে,
দোয়েল কোয়েল আর বকের নীড় ঘিড়িয়ে।
উড়ে অন্তর কোকিল হয়ে,
তাই তো গায় বিরহের গান,
বসন্তকালে।
তোমার প্রান্তর ডুবু ডুবু জল,
হাওয়ায় ছোবল দিলে করে নড়বর।
জলে ভাসা গা খানি তোমার ,
পদ্ম পাতার রূপ।
ভেসে থাকে শ্রাবণের বুকে,
দেখে রবির মুখ।
আমার অন্তর তোমার জলের মত,
করে টলমল।
আমার অন্তর রেখে যাই ,
তোমার প্রান্তরে।
ও আমার জন্মভূমির কৃষ্ণচূড়ারে।