রবি ঠাকুর তুমি সিংহ দ্বারের দিকে তাকাও
আমি তোমার সব প্রশ্নের উত্তর নিয়ে  এসেছি
তুমি যে বলেছিলে-"আমার এই পথ চাওয়াতেই আনন্দ"......
এখনও আড়ালে কেন আছো?
দর্শন দাও দু'বাহু  বাড়িয়ে।
এতদিন বুকে চাপা দিয়ে রেখে ছিলাম,
তোমার যত কথা শুনেছি আমি কান পেতে;
আমার সময় হয়েছে বলার।
তোমার পায়ের চিহ্ন যদিও বাটে নাই,
তবুও আমি পায়ের শব্দ শুনতে পাই।
এত যার স্বপ্ন বিলাস!
যার গল্পে রক্ত করবী'র মতন নারীর জন্ম হয়
তার কাছে না এসে কী কেউ পারে?
বিশ্ব কবি এবার আমার অঞ্জলী লহ.......॥