মন ভীষন উদাসীন হয়ে গেছে
প্রকৃতির আউলা বাতাসের সাথে।
হিম হিম হাওয়া ,
বইছে উদাসীন।
মাঠ-প্রান্তর,সূর্যের লাজুক-লাজুক;
তাপ মাজেযা,
গগনময়  থোকা থোকা সাদা  মেঘ,
ঘুমিয়ে আছে বিকেলবেলা।
আমি কেন বন্দীশালায়?
তবু মন ছুঁয়ে যায় মেঘেরাই।
ঝাপটা দেয় ঝড়ো হাওয়া,
উদাস আমি এই বেলা;
মন মানে না,
ঘরে রইবো না,
দেখবো আজ মেঘেদের খেলা।