আমি তো তোমার রাজ্যে
বিরাজ করি না।
তোমাদের রাজ্যের আইন কানুন,
আমি বরদাস্ত্ করতে পারি না।
আমি ভাবি একজন  কবির কামনার লেখা,
আপনার তরে আপনি মোরা,
প্রত্যেকে মোরা পরের তরে।
সেই লেখা আমায় তো,
কাছাকাছি রাখে চুম্বকের মত।
লেখকের আত্মা,
আর আমার আত্মা যেন এক।
আমি সেই রাজ্যে বিরাজ করিব,
যেখানে প্রত্যেকে মোরা পরের তরে।
আমার মনের সিংহাসনে নিজেকে,
বিচারক বানিয়ে আমার রাজ্য,
আমি চালাবো।
যেখানে তোমাদের শাসন,
এটম দিয়েও ছুঁতে পারবে না।
আমি তো একা,
বিদ্রোহ ঘোষণা করতে পারি না;
আমার যদি কোন ভক্ত সৈন্য যোদ্ধা হয়,
তখনই যুদ্ধের দামামা বাজাবো।