তন্দ্রামাঝে আমার অস্তিত্ব জুড়ে
একটা ভয়ংকর কম্পন হয়।
আমি ভূমিকম্পের মত,
দুই তিনবার নড়ে উঠি,
অসহায় বোধ করি।
নিজের নিঃশ্বাস,
নিজের বুকের উঠোনে দুলকি খায়।
জড়াজীর্ণ হয়ে যায়,
মনের ঝাউ বন।
তখন চৈত্রের জমিনের মত,
ধূ-ধূ আবেশ।
স্রষ্টার সাথে ,
দেখা করার ইচ্ছে হয়;
হে আপন তুমি কোথায়।