শিশির ছুঁয়ে দিল দুবলা ঘাস
বাতাস ছুঁয়ে দিল আমারে,
মাটিতে ফুটে আছে লজ্জাবতী,
আমি ফুটে আছি হেমন্তে।
যত উদাসিনতা যত বাউলিপনা,
সবাই যেন একসাথে ডেকে ফিরে আমাকে।
প্রাণ ধুকধুকানি নিয়ে যায় বহুদূরে,
বন্দীশালার শিকল খুলে আমায়;
আমি যেন আর নেই আমি,
হয়ে যাই বিহঙ্গ।