কষ্টের মনিহার পড়েআছি আপন হাতে
নিরবে নিভৃতে কাঁদে আঁখি হয় মেঘালয়।
কে আছে আপন হৃদয়ের কথা বোঝে?
কে আছে দুঃখীর মুখ দেখে ছায়া দেয়,
এক রক্তের মাঝেই শত্রুর জন্ম হয়।
গৃহকোনেও কোন কোন মানুষ,
দন্ডবেড়ি পড়ে আছে।
ক্ষুদিরাম হাসতে হাসতে,
গলায় ফাঁসি নিয়েছিল,
কেউ দেশের জন্য জীবন দেয়,
কেউ নিজের সন্তানের জন্য জীবন দেয়,
কেউ অকারনে কাঁদে না।