পৃথিবীতে ত্যাগের ফরিয়াদটাই মূখ্য বিষয়
তাই বুঝে শুনে ত্যাগ দিতে শিখেছি,
আমার ত্যাগী অংশ টুকুন হয়ে গেছে কাঁচ সামগ্রী।
কত শত টুকরো হয়েছে সে!
আমি নিজেও জানি না,
আমার অস্তিত্বের ধরন সম্বন্ধে,
মহাশক্তির লোহিত মাংসপেশীর মনটি নিমিষে জমাট বেঁধে যায়।
আজব দেশের শেকড়,
পোড়া ভষ্ম আবার পোড়ায়।
চূর্ণ-বিচূর্ণ মাটি,
একটু পানিতে আবার গলে যায় মা মাটি একাকার।
ত্যাগের নাজরানা তো পেলাম না,
কেন বিশুদ্ধ বিষাক্তের বাণিজ্য আমার?
ভয় নাই ওরে ভয় নাই,
নিঃশেষে প্রাণ যে করিবে দান
ক্ষয় নাই তার ক্ষয় নাই ।
ত্যাগের সাধনা মানুষকে অমর করে ।
শুভেচ্ছা ও অভিনন্দন কবিকে ।
ভাল থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশা নিরন্তর...