বড্ড পাগল
ঘরে বেমানান,
হিসাবের এই খাতায়।
কত বৃক্ষ সারি সারি,
আছে পড়ে এমনি করি,
আমি পাগল ঘর বাঁধবো বনে,
একখান ডালও পেলাম না সংগোপনে,
একান্ত ইচ্ছা মরার আগে মরে যাবো।
প্রতিকূল বৈরিতা আমায় শাসায়,
মৃত্তিকার বিছানায়,
আকাশ দেখতে দেখতে,
তারা দেখতে দেখতে,
ভাবের বাতাস,
আর আকাশ বাতাস,
একসাথে করে হৃদয়বাদাম ছেড়ে।
যদি ভাব করা যেত?
তবে জনম সফল হতো।