আমি ছন্নছাড়া নই
বাবুই পাখির নিপুন কারুকাজে
দু'জনার ভাবের তালিকা
মালাবদল করে
এক ডালে বাঁধতে চাই নীড়।
তোমার চাল ডাল আমার হাড়ি
আশেকের উনুনে দিয়ে খড়ি
অমরিত জগা খিচুরী ভোগ দিতে চাই
বৈষ্ণব সাধক হিয়া পুরা আশ্রমে
এসো বন ছায়ায় বসে আহার করি।
তোমার প্রেমের একতারা
আমার শুকনো বকুলের মালা
দুজনাতে একাকার করি।
সুরের সুরভী ছড়াবো
পাষাণ হৃদয়ের আঙ্গিনায়
পঞ্চরষে রঙ্গিন হয়ে
রংধনু বেশে দাড়াব
বায়ু কোণের নীলিমায়