রাখো আমায় ছাঁয়ায়-ছাঁয়ায়
ওগো মেঘ মল্লার,
দক্ষীনা বাতাসে ছড়াও সুরভী,
রাত্রি জেগে থাকো,
হাসনাহেনার পরশে।
কে আছে আমার ধরাতলে আপন?
ছাঁয়া মায়া আকাশ বাতাস,
তোমরাই তো আপন জন।
মানুষের কাছে মানুষ কৃতদাস,
এর বেশি কিছু নয়।
তবু মানুষে মানুষে কেন বন্ধুত্ব হয়?
এ যে বড় রহস্যময়।
মনের ঘরে  বসত করে কেন অবাঞ্চিত ছায়া?
তাকেই মন ছু্ঁতে চায়,
ঘটা করে সদাই।