কখনও কখনও মন হয়ে উঠে
পাহাড়ের চেয়েও ভারি,সাগরের চেয়েও অকূল
দ কূলেই হই  কূলহারা প্রত্যাবর্তনের পথ
শাস্ত্রে প্রজ্ঞা অর্জন,প্রসঙ্গ জন্ম হয় আমার।
তখনই বন আর বঁটের তলায় বসবাস করার আন্দোলন
শ্লোগান শোনাই যাদের সাথে
ফেরি করি জীবন প্রসারির।
বেদনা ভরা দৃঢ় কন্ঠে বলি
চাই একটি বট গাছ।
জাগরন মনময়
নরের জন্য মসজিদ হয়
নারীর জন্য রন্ধনশালা কি ভক্তি লয়
আমি ভক্তি করতে চাই ভাবের সাথে
যাকে বলে একাকার।