তুমি আমার মারফতের উন্মুক্ত দ্বার
বন্দেগির অনুকূল
জিন্দেগির পথ প্রদর্শক
আমায় বিনয়ি করার এক বংশী।
তোমাকে ভাবতে ভাবতে আমি হয়েছি শিখা
কাঞ্চি যেভাবে পুড়তে পুড়তে খাঁটি
ক্লান্তিতে তোমার ছায়া অবসানে তোমার মেওয়া
নিঃশ্বাসে তুমি নামক,অক্সিজেন সংগ্রহ করি
তুমি আত্মা,তুমি স্বত্বা.বাঁচা মরার চাবি
তুমি আমার কবি রূপের অলৌকিক রোশনী
যন্ত্রনা বৃক্ষের দুর্লভ ফল
তোমাকে ভাবতে ভাবতে
আত্মগোপন হয়ে যাই আমি
চিত্তে মিশে যায় স্বর্গীয় সমারোহে
তুমি আমার পবিত্র প্রেম
যেখানে এক বিন্দু নেই কাম