রাত্রিকে মনে হয় দিন দুপুর
দিবস কে রণক্ষেত্র।
বন জঙ্গলকে মনে হয় ঘর,
ঘর কে জেলহাজত।
দেহখানি শূণ্য মাঝে উড়াল দিতে চায়,
অশরীরি সারা দেহ কোন চেতনা নাই।
স্থিতি নাই,স্বপ্ন নাই,তন্দ্রা নাই;
আমার মাঝে আমি হারা,খুঁজে না পাই।
এসো তোমরা দেখ আমায়,
গোলেমালে প্যাঁচ লেগেছে মূলে ও ডগায়।
ভাঙ্গলে ডগা মূল মরে যায়,
এমন এক বৃক্ষ আমি।
ঝর ঝর বৃক্ষের কষ পড়ে আঁখির বাড়ি,
দিবস জামিনি হালহাকিকাত বড্ড উদাসিন।
লবণ ছাড়া আমিষ যেমন,
তেমনি কি জানি? পায়নি আমার বিন।