সাক্ষী ছিলো না
বাদি-বিবাদি কেউ ছিলো না
শুধু আমি এক কর্মি ছিলাম মাঠে
ধরো-মনিব আর ক্রিতদাস এক ঘরে বসবাস
আমি যদি তার মনপুত সেবা করি
নম নম বাবু তুমি আমার দেবতা হে
এই তো আমি ক্রিতদাসী গৃহকোণ ছাড়া
আর কিছুই জানা নাই হে
মলিন পোষাক আমার আলাভোলা নারীর ভাবসাব ধরি যদি
সয়াল ময়াল সব খুশি
তখন ঘরময় উল্লাসে হয় ঈদ সকাল
সেই আমি যদি সভ্যতার বহিঃ প্রকাশ ঘটাতে চাই
নিজের সত্তার স্বীকৃতি চাই তৎক্ষণাৎ
গৃহযুদ্ধের  ঘোষণা দেয় মনিব
বন্ধ কর দেয় আহার করার তহবিল
নারী জাত বনিতা রূপ ধিক্কার জানাই তোমাদের সভ্যতায়
আমি জিম্মি এক দরিদ্র মানবী
চাকরি সরকারি ভাতা কোনোটাই নাই
নারী সত্তাকে করে হত্যা
বিনা ভাতায় জোয়াল চালায় ।