বাতাস লাগলে নদীতে যেমন ঢেউ উঠবেই
পানি আর বাতাসে
যেমন বাদী-সমবাদী আচরণ
তেমন আঘাতের সাথে কেন জানি অসহায়
হৃদয়টা ভেঙ্গে কাঁদতে লাগলো
একেবারে চারদিক অন্ধকার দেখলাম
নিজেকে মনে হল ঝড়ের পাখি
আমি যাকে ভালবাসি
যে আমাকে ভালবাসে
সে আমাকে কাঁদাবে কেন?
আজব আজ মন মাধুরীর কারিশমা হল
ভাল থাকতে চাই
ভাল থাকবে সবাই দেখতে চাই
কেন জানি ভাল নেই পৃথিবী টা
ভিখারি আর পুঁজিবাদীর আপোস হল না।