আমায় পোড়ায়ে যারা ক্ষত বিক্ষত করে বেহিসাবে
তারা যেন আরো বেশি এমন করেই ছোবল হানে
আমি দহন হতে দাফন, সীমানা হতে অবারিত
পাওয়া হতে না পাওয়া
উনুন হতে অনি্র্বাণ
দীঘি হতে জলাশয়,মোহনা হতে সাগর
সাঁতার কেটেছি,দহন হয়েছি তবুও বলেছি আছি তো বেশ
উষ্ণতা মাঝে আবির রাঙিয়ে খেলেছি হোলি,
লালে লালে বাহির রাঙিয়েছি
ছাই করেছি অন্তর পুড়ি।
যত ছিল সৌরভ ,বাতাসে বাতাসে গিয়েছে ফুরিয়ে
কষ্ট জাগলো ফারাক্কায় নদীর মত কুল জল হারিয়ে
জোড়াবিহীন মাখলুকাত আমি
মৌনতার আবেশ খুঁজি,
তৃষ্ণা মাঝে হই ত্রিভুজ।
যে যা দেয় রাঙ তাকেই মনেকরি সোহাগের চেয়ে
দিলো বুঝি দাম।