আর কোন ভয় নেই যাও বাছা
প্রভু তোমার সঙ্গে আছেন
এই কথাটি আমার  নয়
প্রভু নিজেই বলেছেন।
আমি মোমিনের কলবে  আমার মন্ঞ্জিল  রেখেছি।
মোমিন হওয়া কঠিন নয় ,
শুধু মিথ্যা বলো না
অত্যাচারী হইও না
দয়া করে অন্ধজনের
িপতৃহীনদের  মিনতি জানাই
তোমাদের সোনামলাটে
আদেশখানি ধারন করো।
তোমার সৃষ্টি সাধারণ নয়
পঞ্চরসে মিলন ঘটে,
তোমার সূত্রপাত হয়।
রসের যুগল বন্দী জলরাশি টুকু ধূসর রঙের ধাতু রয় ,
মাতৃ দুধের নহর বয় শিরায় শিরায়।
না লবণ ,না মিঠা,পানি ও খাবার টুকু তোমার জন্য সৃষ্টি হয়।
পেট এ্যকুরিয়ামে তুমি ভাসমান রও,
এবার আমায় কথা দাও বাছা ভেদ বুঝে চলো।
মানুষ হও সৃষ্টির সন্ধানে,
প্রভু তোমার সঙ্গে রবে।