কী চমৎকার সৃষ্টির নয়নাভিরাম রূপ কৌশল
আমি জমিনে সৃষ্টির বীজ
কে সৃষ্টি কে স্রষ্টা
কে বান্ধে সন্ধিলীলা
কেন সাধ ছিলো কুদরতে এলাহী মানুষ বানাবার।
দেখা পেয়েছি কবে?
আর নাই বা পেলাম কখন
সর্বক্ষণ সেই তো সঙ্গে ছিলো
তাই তো হেঁটেছি পৃথিবীর মাঠ প্রান্তর
সত্য কে সত্য বলতে কি নয়?
আমা থেকে আমি বিস্তার লাভ করি নাই?
আমার মায়ের এ্যাকুরিয়ামে আমি কি তিলে তিলে
বেড়ে উঠি নাই?
আমি তো পেয়েছি সৃষ্টি আর স্রষ্টার এক ঘরে বসবাস ।
মিলনের মাঝে যদি ফলনের ফুল ফোটে
সঙ্গে নিয়ে আসে অনুভূতি আর বোধ
তুমি স্রষ্টা আমি সৃষ্টি দুয়েরই কী মধুর মিলন ।