আমি তো সুখ চাই,
সুখ চাই সুখ চাই;
বলেই কেঁদেছি বারে-বারে।
দুঃখ তবু আসে আমারই দুয়ারে।।
সহন না যায় জ্বালা আর যন্ত্রণা,
কতই কাঁদি বল অনাথ মত।
বারেবারে আশা তবু ঝুলে যে মাঁচায়,
সুখ চাই সুখ চাই।।
বলে আমারে,
সুখ চাই সুখ চাই বলে যে আমারে।
অঙ্গখানি আর নাই রে রঙ্গ মাঝে,
সহসা ভষ্মখানি,
উড়ে যে হাওয়ায় হাওয়ায়।।
সুখ চাই সুখ চাই।