আম কাটলে ভরা বন
জামরুলের কী রূপ রে বাবা!
যেন পলক কেরেছে চুরি পরীর।
টিপ টিপ ঝড়ছে যখন শেষ বৃষ্টির জল,
অঙ্গে যেন ভেজা শাড়ি,
দুলছে  দোলনায় এক নারী।
কাঁঠাল যেন যমজ ভাই,
গলায় গলায় জড়া-জড়ি,
এক মায়ের একশত ওভারি;
প্রকৃতির দান এই শুকরান শুকরান।