বৃথা জল কেন আঁখি পানে ,
বৃথা কেন  লুকিয়ে রেখেছো অনল তব ,আছো সঙ্গপনে
অন্তর কোনে কিসের জ্বালায় হলে ভষ্ম ।
বিভীষিকার ছায়া ছেড়ে ,
আপনকে তবে করো ভজনা ,
করো ভক্তি সজ্জা সাজাও দেহ কোনে ,
আপন সনে করো দর্শনা
দেহ মুক্তি যখন মিলবে ,রুহু মুক্তি তখন মিলবে ,
এই গ্রহেতে স্বর্গ পাবে রবে তুমি সানন্দে সারাক্ষণ ।