পৃথিবী ঘর বেঁধেছে বাস্তবের উপরে
ইট রড সিমেন্ট বালি কিংবা
বাঁশ কাঠ টিন দিয়ে
আমি ভাব বেঁধেছি কল্পনা-জল্পনায়।
ধুধু বালুচর নাই তৃণ নাই খড়,
ঘূর্ণিপাকে শুধু ভাবনারা হয় সুনসান।
আমি ভাবনা
পা যেমন জানে না মাথা কোথায়?
ঠিক তেমনি আমিও জানি না কে আমি?
খুঁজতে খুঁজতে আমার সে কি বিড়ম্বনা।
মেধা বুদ্ধি জীবন যৌবন কল্পনা,
প্রহরে প্রহরে আত্মসমর্পন।
আমার ঘর আমি তছনছ করি,