আলো আঁধারের একি খেলা
সূর্য্যি মামার কাজে,
ক্লান্ত দুপুর শেষেই রাতটা
নতুন রূপে সাজে ।


সূর্য উঠলে আলো যে হয়
সূর্য ডুবলেই আঁধার,
একি আশ্চর্য! বিষয়টা যে
পুরোই গোলক ধাঁধার ।


দিনের পরেই রাত এসে যায়
রাতের পরেই দিন,
এমন ভাবেই চলছে মোদের
নিত্যদিনের রুটিন ।


আলোময় দিনটা কাটে
ব্যস্ততা আর কাজে,
দিনের শেষেই ক্লান্তি নামে
আঁধার রাতের মাঝে ।


কেউবা কাজে আঁধার রাতের
পথের পাহারায়,
ঘরে তাদের প্রিয়া কাঁদে
মনের ইশারায় ।


কখনোবা দিনটা বিশাল
কখনোবা রাত,
দিন-রাত্রির এ আজব খেলায়
রয়েছে শুধুই সৃষ্টিকর্তার হাত ।