শরতের মেঘলা আকাশ,
বৃষ্টি বইতে পারে না
সবটা সময়।
কখনো দমকা বাতাসেই
নিবে যায় মেঘের প্রাণ…
মনে পড়ে,
এই এক শরতেই ঘুচে গেল দূরত্ব?
তুমি আমি মিলে আমরা হলাম,
'আমরা' হলাম এই প্রথম!
প্রথম, শব্দটা কী দারুণ!
যা হয় তাই ঘোর, অবাস্তব মনে হয়।
তারপর, বেলা পড়ে এলে জড়ো হয়
ডাইরীর ভাঁজে।
চেয়ে দেখো,
ওই রাস্তাতে আমরা পড়ে আছি।
কত পথিকের ধুলোয়
কেমন মিশে আছি!
ওখানে দূরত্ব নেই,
শুধু ধুলোর প্রলেপে
তুমি, আমি অথবা আমরা
নাই হতে থাকি।
আমরা নাই হতে থাকি…