তোকে নিয়ে হয়নি লেখা
কাব্য কোনো গান,
ছুটির শেষে সরু পথে
কতই মান অভিমান।


ব্যস্ত চোখে হঠাৎ---
হাসতি যখন একগাল,
আমার দিন যেত পড়ে
দূর হতো না সকাল।


আড়চোখে আর তাকাস না যে
ভয় বেধে যায় বড়ই!
নতুন কাউকে পেলি নাকি
আমি থাকি যতই?


ভাগাভাগি খুব ভয়ানক
আমি যে পারিনে।
নতুন ভালো বন্ধু পেলে
আমার সাথে আড়ি নে।


তোর পাশে ওই ছুঁচোটাকে
দেখলেই ওঠে রাগ!
কেমন করে উড়ে এসে
জুড়ে নিল তোর ভাগ।


ওর পরেই তোর আমার
সন্ধি হলো বিচ্ছেদ!
প্রায়শই ইচ্ছে করে
করতে ছুঁচোর শিরশ্ছেদ!


হঠাৎ হঠাৎ এমন করে
বাড়লো কত দূরত্ব।
তোর আমার অভিমানে
ঘন হলো পুরুত্ব।


এখন আর হয়না কথা
হয়না ধরা বায়না কোনো,
কতকাল নেই যে খোঁজ
কাঁদে না কি একটু মনও?


নাকি আমায় ভুলেই গেছিস?
নামটা আমার,আছে মনে?
এতকাল পরেও জানিস!
ডুবে থাকি স্মৃতি বনে।


মাঝে মাঝে ইচ্ছে হয়
খুব করে নিই একটু খোঁজ!
ভাবান্তরেই যাই যে ভুলে
এমন করেই চলছে রোজ!


ভালো আছি, ভালো জানিস,
ভালো থাকিস ভালো করেই।
আমার মনে থাকবি জানিস
শত শত স্মৃতির তরেই।