অনেক কিছু বলার ছিল,
বলব কাকে?
শুনব বলে গল্প অনেক
কত যেন অপেক্ষা আর,
বলবেটা কে?
লিখব লিখব বলেই বেলা
গড়াল অনেক,
লিখব কখন?
কলম তুলে তাকিয়ে তাকিয়ে
আকাশ দেখি,
কে ওখানে?
হেঁয়ালি চলে সময় ফুরোয়
করছিটা কী?
ভাবছি নাকি কথা কারোর,
মানুষটি কে?
আসবে যদিই সে আবারও
গেলই কেন?
চোখের সামনে পড়ল ছায়া
নেই যে কেউই!
তবে কি তা ভ্রান্তি হলো
এমন করেই?
ক্লান্তি যদি এতই ছোঁবে
ঘুম'টা যে কই!
কেউ আসেনি, কেউ আসেনি,
আসবে কি কেউ?