চশমার কাঁচে ঢাকা পড়ে রইল
গুটি বসন্তের দাগ,
চোখের কোণে জমে ছিল
জলরাশি
প্রেমিক, তুমি দেখতে পেলে না!
দেখতে পেলে না কিছুই।


ওই চোখ দুটিতে ভীষণ আদর,
প্রেমিক তুমি দেখতে পেলে না
দেখলে শুধুই উপহাস।
জলের ছায়ায় তার অবয়ব,
দেখতে পেলে না।


বিশদ অবহেলায় ঝড়ে গেল
প্রেমিকার উনিশ,
জানলায় তার পথচাওয়া ক্লান্ত বিকেল
দেখতে পেলে না।


তোমায় না পেয়ে বসন্তকে
অবহেলা,
প্রেমিক তুমি দেখতে পেলে না।
দেখলে শুধুই প্রলাপ বকা
দেখলে শুধুই আর না ডাকা,
তোমার জন্য কত কারুকাজ
তোমার জন্য কত অরিগ্যামি,
দেখতে পেলে না।
দেখতে পেলে না কিছুই।


প্রেমিক তুমি শরৎ দেখোনি
দেখোনি বিশাল আকাশ,
দূর থেকে দূরে আরো বহুদূর
মেঘ জমে যতদূর।


দেখতে পেলে না,
দেখতে পেলে না কিছুই।