অসম্পূর্ণ কবিতারা খোঁজে প্রাণ,
আমি সারা পথ আওড়াতে থাকি 'ব্যস্ততা'।
গন্তব্যহীন গন্তব্যে পৌঁছে যাই বার বার,
খুঁজি হারানোর শত রাস্তা।


এখন,
বিকেল হলেও আর ক্লান্ত লাগেনা,
সন্ধ্যে হলেও আর রাত নামেনা,
মধ্যরাতেও ভয় জাগে না,
ভোরের শেষেও ভোর ডুবে না।


'ব্যস্ততা' আওড়ানো এক ব্যস্ততা,
কবিতাকে এড়ানো এক ব্যস্ততা,
আলসেমিতেও ব্যস্ততা,
ঘুমঘোরেও ভী-ষ-ণ ব্যস্ততা।


বদলে যাচ্ছি পাল্টে যাচ্ছি,
কারো কারো মায়ায়
খুব বেশি আঁটকে যাচ্ছি,
মায়া ছেড়ে বেরোবার পথ হাতড়াচ্ছি,
তবু দিনশেষের হিসেব মিলাতে
খাবি খাচ্ছি।


পালাতে গিয়ে ধরা খাই,
ভালবাসতে গিয়ে ভালোবাসা হারাই,
সুখের থেকেও স্বস্তি বেশি চাই,
অদ্ভুতুড়ে নিয়ম-
জীবনের রহস্যময় চড়াই উৎরাই।