রুমালের ভাঁজ খুলে ফের ভাঁজ,
তোমার ঠোঁটের ভাঁজে ছোট্ট তিল,
গালের একপাশটায় বসন্ত,
এত ছোটখাটো চোখে পড়া ভুলগুলো
ঠিক ঠিক তুমি হয়ে ওঠে।
কী যেন এক যন্ত্রণা দগদগে ঘা'য়ের মত
জ্বলে ওঠে!
তুমি চেয়ে আছো,
আমাকেই দেখছো চেয়ে
এই ভাবনার উচ্ছ্বাসে আমি
বার বার মরে যেতে থাকি।
কী দেখো অত চোরা চোখে?
আমি কি বিস্ময়?
নাকি সংকোচ?
নাকি চেয়ে থাকো অযথাই?
পলক অপলক উদ্দেশ্যহীন…
আমি স্টেশন ভুলে পৌঁছে যাই
রেলের শেষ নগরীতে,
আমি গন্তব্য হারিয়ে ফেলে তোমাকে খুঁজতে থাকি
প্রতিটি আড়ালে।
ভুলে যাই কেন এসেছি,
কেন ভুলেছি পথ,
পথ ভুলেছি এই ভাবনাও মনে থাকে না অত।
পথ যদি তোমার দিকে টানে তবে গন্তব্য
ভুলেও ক্ষতি কি?
সম্প্রতি, গন্তব্য তো তুমিই!