তুমি- রাত জাগিয়ে রাখতে বললে-
আমি- নিদ্রা লুকিয়ে ভোর হয়েছি।


তুমি- অনাদর ফুলে খোঁপা সাজাবে বললে-
আমি- ভোরের ঘাস ফুল হয়েছি।


তুমি- নোনতা জলে স্নান করবে বলে বায়না ধরলে-
আমি- উষ্ণ দুপুরের দাবদাহ উত্তাপে ঘাম ঝরিয়ে জল হয়েছি।


তুমি- ভর দুপুরে বিকেল হতে বললে-
আমি- উত্তপ্ত রোদে পিঠ ভাসিয়ে স্নিগ্ধ বিকেল হয়েছি।


তুমি- বিকেলের শুরুতে গোধূলি গায়ে মাখবে বলে কান্না ধরলে-
আমি- দিগন্তের সূর্যের মত হেলে গোধূলি হয়েছি।


তুমি- কফি আড্ডা সন্ধ্যায় লুকোচুরি খেলবে বলে মুখ ফোরালে ওদিক-
আমি- কফি'র ফুটন্ত জলে লুকোচুরি খেলে বাষ্পীয় হয়েছি।


তুমি- জোছনার আলোয় গা মেশাবে  বলে আচমকা উঠে গেলে-
আমি- ঘুট্‌ঘুটে অমাবস্যা জোনাকি হয়েছি।

তুমি- আদর জড়িয়ে ঘুমবে বললে-
আমি- নিদ্রা লুকিয়ে ভোর হয়েছি।


আমি চাচ্ছি আটপ্রহর তুমি ময় হোক।