প্রিয়তমা তুমি আমার নিষিদ্ধ আবেগ, 
নিষিদ্ধ অনুভূতি, নিষিদ্ধ প্রেম।
তোমার লাস্যময়ী দেহের কাম সৌন্দর্য
হেরোইন, আফিমের চেয়েও বেশি আসক্ত করে। 
নেশার ঘোরে প্রতিনিয়ত আমি তোমাকে ছুঁতে যাই,
অথচ তুমি মরুভূমির বুকে ফোটা কাঁটা ভরা
রসালো চির সবুজ ক্যাকটাস!