সবচেয়ে মধুর ডাক মা
তার সাথে কোন কিছুর হয়না তুলনা ।
সবচেয়ে বেশী ভালবাসে তোমারই মা
তাঁকে কখনো কষ্ট দিও না ।
মা নিজের ক্ষুধা ভুলে
সন্তানের মুখে আহার দেয় তুলে
কারও মেকি কথার ছলে
মাকে যেওনা ভুলে ।
সন্তান অসুস্থ হলে
মা নিদ্রাহীন বসে থাকে শয্যা পাশে ।
সন্তানের সাফল্যে
মায়ের হৃদয় আনন্দে ভাসে ।
মা দেখিয়েছে তোমায় 
সুন্দর পৃথিবীর আলো,
সুখে দুঃখে মায়ের পাশে থেকো
দোয়া পাবে, মা থাকবে ভাল।