যদি ভালোবাসো, হাত দুটি রাখ মোর হাতে, 
বুকে রাখ মাথা, স্পন্দনে বুঝবে ভালোবাসা। 
তোমার ঠোঁটের আলতো পরশ দিও নিভৃতে, 
চোখে রেখে চোখ পড়িও হৃদয়ের সুপ্ত ভাষা।
যদি ভালোবাসো, চাঁদনি রাতে নির্জনে এসো,
তোমার শাড়ির আঁচল উড়িয়ে দিও বাতাসে। 
নগ্ন গায়ে নেচে নেচে সমুদ্র জলে ভেসো,
সপ্তাকাশ ছেড়ে সুপ্ত মনে কাম যেন আসে। 
যদি ভালোবাসো, প্রতীক্ষায় থেকো নিদ্রাহীন,
অভিমান ভুলে স্বর্গীয় হাসি দিও উপহার। 
ক্লান্তি ঝেড়ে শান্তি পাবে দুটি প্রাণ বারংবার, 
মুখোমুখি বসে থেকো অপলক, ক্লান্তিহীন। 
যদি ভালোবাসো, জাত, ধর্ম, বর্ণ ভুলে এসো,
কবি শুধু চায় প্রিয়ার বিশ্বস্ত দুটি হাত।
লক্ষ নীল পদ্ম নিও, কবিকে দিও নির্জন রাত,
নব্য কুঁড়ি হয়ে হৃদয়ে বসন্ত নিয়ে এসো।